| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বেফাকের আমেলা বৈঠক সম্পন্ন; মজলিসে শুরার তারিখ নির্ধারণ


বেফাকের আমেলা বৈঠক সম্পন্ন; মজলিসে শুরার তারিখ নির্ধারণ


জামিল আহমদ     09 September, 2023     03:49 PM    


সর্ববৃহৎ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে মজলিসে শুরার তারিখ (২৩ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে।

আজ (৯ সেপ্টেম্বর) শনিবার সকালে ১০ টায় রাজধানীর ভাঙ্গাপ্রেসস্থ বেফাকের কার্য়ালয়ে এ বৈঠক শুরু হয়ে জোহরের সময় শেষ হয়। বিষয়টি রহমত নিউজকে নিশ্চিত করেছেন বেফাকের সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ।

বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আবদুল হামিদ মধুপুরী, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মনসুরুল হক, হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা জাফর আহমদ,  চরমোনাইর পীর মুফতী রেজাউল করীম, মাওলানা আনওয়ারুল করীম, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা মনজুরুল ইসলাম আফেনন্দী সহ প্রায় শতাধিক সদস্যরা।

এর আগে, শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বেফাক মজলিসে শুরুর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রবিউল আউয়ালের ভেতরে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে। কাউন্সিলের সুবিধার জন্য বর্তমান কমিটির মেয়াদ আট মাস বাড়ানো হয়েছে।